এশিয়া কাপের ট্রফি উন্মোচন

স্টাফ রিপোর্টার: উন্মোচিত হলো দশম হিরো এশিয়া কাপের ট্রফি। গতকাল সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় এশিয়া কাপের ট্রফি। ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ ৩২ বছর পর ফের দশম এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানে এশিয়া হকি ফেডারেশনের (এএইচএফ) সিইও তৈয়ব ইকরাম বলেন, ‘কিছুদিন আগেও হকির যে অবকাঠামো ছিলো তার চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে বাংলাদেশে। যে কারণে আন্তর্জাতিক ভেন্যুও হয়ে যেতে পারে বাংলাদেশ।’ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এএইচএফের সদস্য আব্দুর রশিদ সিকদার, হিরো মটরর্সের অজয় সিনহা ও এএইচএফ এর স্পোর্টস ডিরেক্টর এলিজাবেথ জোন্স। ট্রফি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দল বাংলাদেশের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, পাকিস্তানের অধিনায়ক ইরফান, ভারতের মনপ্রীত, জাপানের ইয়ামাশিতা মানাবু, কোরিয়ার অধিনায়ক জাং মানজাই এবং মালয়েশিয়া, চীন ও ওমানের অধিনায়করা।