সাংবাদিক রাজুর নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে জরুরি বৈঠকে অপপ্রচারকারী রাকিবকে গ্রেফতারের দাবি

দর্শনা অফিস: সমাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে সাংবাদিক রাজুর নামে অপপ্রচারসহ আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে জরুরি বৈঠক। বৈঠকে অপপ্রচারকারী অভিযুক্ত রাকিব হাসানকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে। রাকিবের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে আইনি ব্যবস্থা। দর্শনা পৌর শহরের আজমপুর বসুন্ধরা গোডাউনপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাকিব হাসান সম্প্রতি তার নিজ নামে ও পিপুল হাসান নামে দুটি ফেসবুক আইডি ব্যবহার করে দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুর নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন লেখা পোস্ট করেছে। অপত্তিকর পোস্টে মনগড়া অভিযোগ করা হয়েছে রাজুর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে রাকিবের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক। এ বৈঠকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা রাকিবকে গ্রেফতারের দাবি তুলেছেন। রাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে। দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সভায় প্রতিবাদ জানিয়ে ও রাকিবকে গ্রেফতারের দাবি তুলে বক্তব্য রাখেন- ক্লাবের সহসভাপতি আজিমুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মধু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ ম-ল, সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক হারুন রাজু, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, ইয়াছির আরাফাত মিলন, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, তারিক জামান প্রমুখ।