৩ মাদককারবারী পাকড়াও ॥ ঘুমের ইনজেকশন ও ইয়াবা উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার পৃথক তিনটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। উদ্ধার করেছে ২৫ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট। তিনজনকেই পৃথক মামলাসহ গতরাতে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়। আজ বুধবার এদের আদালতে সোপর্দ করা হতে পারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ি বু্িদ্ধমানপাড়ার বাবুল হোসেনের ছেলে শুকুর আলী (৩৫) মাদককারবারী হিসেবে এলাকায় পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু, এসআই মহিত সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে অভিযান চালান। সংশ্লিষ্টসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, বুদ্ধিমানপাড়ার আমবাগন থেকে শুকুর আলীকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ২৫ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন। যা নেশাখোরদের মধ্যে বিক্রি করার জন্য সে অবস্থান করছিলো। গোয়েন্দা পুলিশের একই দল গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলুকদিয়া গাঙপাড়ায় অভিযান চািলয়ে মাদককারবারী ফারুককে (৪০) আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১০ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন। সে মসলেম শেখের ছেলে। এছাড়া গতকাল বেলা ১২টার দিকে কেদারগঞ্জ নতুনপাড়ায় অভিযান চালিয়ে একই গোয়েন্দা দলের সদস্যরা উজ্জ্বল হোসেন নামের একজন ইয়াবা সেবনকারবারীকে পাকড়াও করেন। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। কেদারগঞ্জ নতুনপাড়ার জনৈক তরিকুলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে মৃত ইসলাম নেওয়জের ছেলে।