বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় প- হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গ্রফেতারি পরোয়ানার প্রতবিাদে জলো যুবদলরে উদ্যোগে বলো ৪টায় বক্ষিোভ সমাবশে অনুষ্ঠতি হয়। এ সময় মছিলিটি পুলশিরে বাধার মুখে পড়।ে পরে সমাবশেরে আয়োজন করা হয়। জলো যুবদলরে যুগ্মআহ্বায়ক শহদিুল ইসলাম রতনরে সভাপতত্বিে বক্তব্য রাখনে জলো যুবদলরে সদস্য ইমরুল হাসান জোর্য়াদ্দার মুকুল, আশরাফ বশ্বিাস মল্টিু, মোখলছেুজ্জামান মোখলছে, আরফিুজ্জামান পন্টিু, মামুন রজো সবুজ, তৌফকিুজ্জামান তৌফকি, আক্তরুজ্জামান আক্তার, বকুল আহমদে, সজবি, জলো ছাত্রদলরে যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহদি, জলো ছাত্রদলরে সদস্য তৌহদিুজ্জামান তৌহদি, মতউির রহমান মশির, রানা হামদি, ফরদিুজ্জামান ফরদি, রহমত শখে, নাজমুল প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহজাহান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পুলিশি বাধায় প- হয়ে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্মআহ্বায়ক শাজাহান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় তৃণমূল দলের সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা তৃণমূল দলের সভাপতি আবু বকর সিদ্দিক বকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ রাজিব খান, সাইফুল ইসলাম, শাকিল হোসেন টুটু, জিলান হোসেন, শাওন, শাহীন, পৌর ছাত্রদল নেতা শুভ, লতিফ, এনামুল হক, জজ, সদর উপজেলা ছাত্রদল নেতা সুজন, সজিব, রাশেদ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল নেতা আকাশ, রবি, বকুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। পরিচালনা করেন জেলা ছাত্রদল নেতা রনি জোয়ার্দ্দার।