আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ফুটবলে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত মঙ্গলবার ফিফা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ফিফার নিয়মানুযায়ী সদস্য দেশের ফুটবল ফেডারেশন থাকবে স্বশাসিত। কিন্তু পাকিস্তান ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করার অভিযোগে ক্ষিপ্ত ফিফা। পাকিস্তান ফুটবল সংস্থার অ্যাকাউন্ট দেখভাল করার দায়িত্বে ছিলেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট নিযুক্ত প্রশাসক। যা ফিফার নিয়মের পরিপন্থী। ফিফার নিয়মে স্পষ্ট বলা রয়েছে, দেশীয় ফুটবল সংস্থায় স্বশাসন বজায় রাখা জরুরি। কোনো অবস্থাতেই যেন রাষ্ট্র বা তৃতীয় পক্ষ সংস্থার কাজকর্মে জড়িত না হয়। তবে বৈঠকে বলা হয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশনে স্বশাসন ফিরলেই এই নির্বাসন তুলে নেয়া হবে। আপাতত নির্বাসন চলাকালীন আন্তর্জাতিক স্তরে কোনো ক্লাব প্রতিযোগিতাতেও অংশ নিতে পারবে না পাকিস্তান। পাশাপাশি, ফিফা অথবা এশিয়ান ফুটবল সংস্থার ফুটবলে কোনোরকম উন্নয়নমূলক প্রোগাম থেকে বঞ্চিত থাকবে পাকিস্তান।