বিশ্বকাপের চূড়ান্তপর্বে ২৩ দল : অপেক্ষায় ৯

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল ২৩ দল। আফ্রিকা ছাড়া ফিফাভুক্ত বাকি ৫টি অঞ্চলের বাছাইপর্বের খেলা প্রথম দফায় শেষ হয়েছে। আয়োজক হিসেবে এই টুর্নামেন্টে খেলছে রাশিয়া। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে বাছাইপর্ব থেকে সরাসরি ২২টি দল কোয়ালিফাই করেছে চূড়ান্তপর্বে। এখন আফ্রিকা অঞ্চলের তিনটি ছাড়া প্লে-অফ খেলে আরও ৬টি দল পাবে মস্কোর টিকিট। এ পর্যন্ত যেসব দল চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে তাদের তালিকা দেয়া হলো- এশিয়া (এএফসি): ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব। ইউরোপ (উয়েফা): বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন। আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া। (এই অঞ্চল থেকে আরও তিনটি দল চূড়ান্তপর্বে যাবে সরাসরি)। কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা। দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া। ইউরোপ অঞ্চল থেকে প্লে-অফ খেলে চূড়ান্তপর্বে ওঠবে আরও চার দল। ৯টি গ্রুপ থেকে সেরা রানার্সআপ ৮ দলের মধ্যে হবে এই প্লে-অফ রাউন্ড। ইউরোপে গ্রুপ রানার্সআপ হয়েও প্লে-অফে উঠতে পারেনি স্লোভাকিয়া। প্লে-অফ (ইউরোপ): ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, রিপাবলিক অব আয়ারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড ও গ্রিস। এর বাইরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দল প্লে-অফ খেলবে ওশেনিয়া অঞ্চল চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। আর এশিয়া অঞ্চলের দল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ উত্তর ও মধ্য আমেরিকার চতুর্থ স্থানধারী হন্ডুরাসের বিপক্ষে।