চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলাদল জয়ী

স্টাফ রিপোর্টার: দিন যতো গড়াচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নাটকীয়তা ও উত্তেজনা বেড়েই চলেছে। গতকাল বুধবার টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলাদল। খেলায় টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলাদল ৫-২ গোলে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে জয়লাভ করেছে। খেলার প্রথমার্ধে দুই দলের ঢিলাঢালা আক্রমণ যেমন দর্শকদের মন ভরাতে পারেনি, তেমনি গোল পায়নি কোনো দলই। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দল যেন ঝলসে ওঠে। খেলোয়াড়রা একে অপর দলের রক্ষণভাগে আক্রমণ ও পাল্টা আক্রমণ হানতে থাকে। আক্রমণ ও পাল্টা আক্রমণের এক পর্যায়ে খেলার ৫৮ মিনিটে কুষ্টিয়া জেলা দলের শাহিন গোল এরিয়ার কাছাকাছি সতীর্থের দেয়া একটি বল সিরাজগঞ্জের গোলরক্ষক মাসুদ রানাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। তখন দর্শক গ্যালারিতে পড়ে যায় আনন্দের রোল আর উচ্ছ্বসিত দর্শকের মুহুর মুহুর করতালি। তবে কুষ্টিয়া জেলা দলের সমর্থক ও কর্মকর্তাদের এ আনন্দ মাত্র ৪ মিনিট স্থায়ী ছিলো। খেলার ৬২ মিনিটে সিরাজগঞ্জ জেলা দলের নাইজেরিয়ান ফরওয়ার্ড ফেনসি গোল এরিয়ার বেশ কিছুটা বাইরে পাওয়া একটি বল র্দুদান্ত কিকে কুষ্টিয়া জেলা দলের গোলরক্ষক শাওনকে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন কুষ্টিয়ার জালে। খেলায় ফিরে আসে সমতা। আনন্দ বন্যায় সিক্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ জেলা দলের দর্শক গ্যালারি ও কর্মকর্তা শিবির। দ্বিতীয়ার্ধের বাকি সময়টুকু চলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে গোল ব্যবধান বাড়ানোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি। বায়োলজি অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলাদল পরপর ৪ কিকে ৪টি গোল করে জয় নিশ্চিত করে। অপরপক্ষে কুষ্টিয়া জেলা দল ৩ কিক থেকে গোল পায় মাত্র ১টি। ফলে টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলাদল ১(৪)-১(১) গোলে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে নাটকীয়ভাবে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত সময়ের পুরো খেলা ও টাইব্রেকারে দক্ষতার সাথে গোলবার আগলে রেখে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন সিরাজগঞ্জ জেলা দলের গোলরক্ষক মাসুদ রানা।
খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন। কুষ্টিয়া জেলা দলের ম্যানেজারের হাতে অংশগ্রহণকারী দলের পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম এবং বিজয়ী সিরাজগঞ্জ জেলা দলের ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। আজ একই মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের ৭ম ম্যাচে মুখোমুখি হবে ঝিনাইদহ ও মাগুরা জেলাদল।