চুয়াডাঙ্গায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় পুলিশি বাধায় পড়ে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, কেন্দ্রীয় ছাত্রদলের সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উজ জামান সিজার, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, মকলেছুজ্জামান মকলেছ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, শ্রমিক দলের দলের হারুন অর রশিদ, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত মাস্টার, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, রুবেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। মাননীয় প্রধান বিচারপতি এখন কোথায়, কি অবস্থায় আছে? সরকারকে স্পষ্ট করতে হবে। বক্তারা বিএনপির সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।