চার এলাকার ৪ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের পৃথক চার অভিযান

স্টাফ রিপোর্টার:  পৃথক তিনটি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদরের দুজনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সকালে আলাদা তিন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম, এসআই জগদীশ, এসআই মুহিত, এসআই নিয়াজ মোর্শেদ, এএসআই রফিক, এএসআই মুহিদ, এএসআই রজিবুল ও এএসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে এসব অভিযান চালান। এ সময় জেলা শহরের শেকরাতলাপাড়ার আলমের ছেলে বাঁধনকে গতকাল সকাল ৯টার দিকে শেকরাতলাপাড়া গোরস্তানের সামনে  থেকে ৯ পিস ইয়াবাসহ আটক করেন তারা। দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার রমজান হোসেনের ছেলে তানজিল হোসেনকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ৫০ গ্রাম গাঁজাসহ মাথাভাঙ্গা ব্রিজের পূর্বপাশ থেকে আটক করা হয়। জীবননগর ধানখোলার বকাউল্লাহর ছেলে মোয়াজ্জেম হোসেনকে গতকাল সকাল ৮টার দিকে ২০ লিটার বাংলা মদসহ আটক করে করে ডিবি পুলিশ। তাদের প্রত্যেককে মাদক মামলাসহ থানায় সোপর্দ করা হয়। এদিকে ডিবির ওসি নাজমুল হকের নেতৃত্বে  অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরতলি তালতলা পশুহাটপাড়ার একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জিলাম ওরফে পাপীকে আটক করে ডিবি পুলিশ। জিলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও আছে বলে ডিবি পুলিশ জানায়। জিলাম একটি মামলার  ওয়ারেন্টভুক্ত আসামি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালতলা পশুহাটপাড়ার নিকটবর্তী একটি কাঁঠাল বাগান থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিলাম ওরফে পাপী চুয়াডাঙ্গা জেলা শহরের জিনতলা মল্লিকপাড়ার নজরুল ইসলাম পান্নার ছেলে। ইদানীং সে তালতলা পশুহাট পাড়ায় বসবাস করে।