জগতে জীবিত থেকে জয় করতে পারাটাই স্বার্থকতা

মানুষের এমন কোনো সমস্যা নেই, যে সমস্যার সমাধান ধরিত্রীতে পাওয়া যায় না। এরপরও মায়াবী জগৎ ছেড়ে কেন চলে যাওয়া? নিজের জীবন নিজের হাতে নিভিয়ে দেয়া মানে কাপুরুষত্ব ছাড়া কিছু নয়। ধর্মীয় দৃষ্টিতেও বড় পাপ।
আত্মহত্যা প্রবণতা সমাজের ভয়ানক রোগ। সামাজিক এ সমস্যা দূর করতে হলে কারণ উন্মোচন প্রয়োজন। কারণ খুঁজে নিরাময়ের দাওয়ায় দিতে পারলেই কেবল সমস্যা দূর করা সম্ভব। সমাজে শুধু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যেই যে আত্মহত্যার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে তা নয়, সব বয়সীদের মধ্যেই কম বেশি এ প্রবণতা ছড়িয়েছে। এ প্রবণতা ফুলকির মতোই। ফলে সমাজের কোনো পরিবারই নিরাপদ নয়। তা না হলে একজন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীকে কি বোকার মতো মরতে দেখা যায়?
জীবনটা কেন অসহনীয় হয়ে উঠেছে? সমস্যটা প্রকট? সমাধানের সুযোগ নেই বলেই জীবন প্রদীপ নিভিয়ে দেয়ার ভাবনাকে প্রশ্রয় দেয়া? না, মৃত্যুতে নয়। জগতে জীবিত থেকে জয় করতে পারাটাই স্বার্থকতা। বেঁচে থাকাই বড় কথা।