না হোক বারো মেসে

আহাদ আলী মোল্লা

রোহিঙ্গারা নির্যাতিত হয়ে করুণ বেশে
আসছে রোজই বেপরোয়া বানের মতো ভেসে
সবাই মিলে আমরা তাদের করছি বরণ হেসে
আবাস ভূমি ছাউনি চালা দিচ্ছি ভালোবেসে।

দিনে দিনে আমাদেরও বাড়ছে আকাল দেশে
ওদের আবাস গড়তে পাহাড়-বন কাটা হয় ঠেসে
কী আচানক বিপজ্জনক পরিস্থিতি এসে
বিরূপ প্রভাব পড়ছে সবুজ শ্যামল পরিবেশে।

এ সংকটে অবস্থা নয় এক্কেবারেই যে সে
এক দু’দিনে সামাল দেবে খুব সহজে কে সে
বাস বসতি উঠছে গড়ে সাগর-নদী ঘেঁষে
আবোল তাবোল রোগ বালাইও পানি হাওয়ায় মেশে।

ছোট্ট দেশে রোহিঙ্গাদের জায়গা দিয়ে শেষে
চিন্তা বাড়ে কখন যেন যেতেও পারি ফেঁসে
এসব নিয়ে বিশ্ব বিচার হবে কি একপেশে
এই ঝামেলা সরাও তড়িৎ না হোক বারোমেসে।

সূত্র: (বানের পানির মতো আসতে শুরু করেছে রোহিঙ্গা)