কোহলিকে হটিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স

মাথাভাঙ্গা মনিটর: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ফরম্যাটে খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখান ডি ভিলিয়ার্স। চার নম্বরে ব্যাট হাতে ১০৪ বলে ১৭৬ রান করেন তিনি। চার মাস পর দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে নেমে দুর্দান্ত ইনিংস খেলার ফলও পেয়েছেন ডি ভিলিয়ার্স।

র‌্যাংকিংয়ে তিন নম্বর থেকে শীর্ষে উঠে গেছেন তিনি। হটিয়েছেন ভারতের বিরাট কোহলিকে। ৮৭৯ রেটিং নিয়ে সবার ওপরে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ডি ভিলিয়ার্সের চাইতে মাত্র ২ রেটিং কম তার। ৮৬৫ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।