চুয়াডাঙ্গার সুমিরদিয়ায় প্রতিবেশীর দায়ের কোপে একজন আহত

স্টাফ রিপোর্টার: বাড়িতে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো অস্ত্র দায়ের কোপে দিনমজুর আব্দুল লতিফ (৩২) আহত হয়েছেন। আব্দুল লতিফ চুয়াডাঙ্গা শহরতলির সুমিরদিয়া কলোনিপাড়ার আজিহর মণ্ডলের ছেলে। গতকাল সন্ধ্যায় প্রতিবেশী মশিউর রহমানের ধারালো অস্ত্র দায়ের কোপে রক্তাক্ত আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে রাতের বেলা কে বা কারা তাদের বাড়িতে ঢিল ছুঁড়তো। গতকাল বেলা ৫টার দিকে প্রতিবেশী মোশাররফের ছেলে মশিউর রহমানের বাড়ির দিক থেকে ঢিল এসে তাদের বাড়ির ভেতর পড়ে। বেলা সাড়ে ৫টার দিকে আব্দুল লতিফের একমাত্র মেয়ে সুমিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নদী বাড়ির বাইরে যায় এবং মশিউরের বাড়ির লোকজনের কাছে ঢিল ছোঁড়ার কথা বলতেই তারা নদীকে চড়-থাপ্পড় মারে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী মশিউর রহমান ধারালো অস্ত্র দা দিয়ে আব্দুল লতিফের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা আহত অবস্থায় আব্দুল লতিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে আব্দুল লতিফ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছে।