দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উরুতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তামিম ইকবাল। তৃতীয় ম্যাচে তামিমের বদলে কাউকে দলে নেয়া হয়নি। ধারণা করা হচ্ছে, শেষ ওয়ানডেতে ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার। তবে পরিবর্তন এসেছে টি-টোয়েন্টিতে। তামিমের জায়গায় মুমিনুল হককে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু। দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই ইনজুরিতে পড়েন তামিম। তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময় উরুতে চোট পান। সেই ম্যাচে ৫ রান করার পর আর ব্যাটিং করতে পারেননি তিনি। কয়েক দিন বিশ্রাম নিয়ে প্রথম টেস্ট খেলতে নামেন। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে আবার সেখানেই ব্যথা পান তিনি। নামের পাশে ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা বসা মুমিনুল সর্বশেষ বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন ২০১৪ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজ সফরে।

টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।