ঝিনাইদহে সাংবাদিকদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকার রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক অনুতোষ কুমার, শিক্ষক আমান উল্লাহ, মিজানুর রহমান, আবু তাহের, মাসুদ ইসলাম, ইউনুস আলী, আব্দুর রশিদ, আতিকুজ্জামান। এ সময় জেলার ৬ উপজেলা সরকারি কলেজের শিক্ষকবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, জাতীয় শিক্ষানীতি ২০১০’র আলোকে ‘জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিজ নিজ কলেজে সুর্নিদিষ্ট করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারিসহ ৪ দফা দাবি জানান।