বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিবকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান

মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেরপুরের তরুণ শিল্পপতি হাবিবুর রহমান হাবিবকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল রোববার রাতে জাতীয় শিল্পকলা একাডেমি ঢাকার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত সংস্কৃতি জাগরণে জঙ্গিবাদ নির্বাসনে স্বদেশী সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক শীর্ষক আলোচনা ও গুণীজন সম্মাননা পদক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ওই গুণিজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিশ্ব মানব সংস্কৃতির কবি, গীতিকার, সুরকার, গায়ক ও গবেষক প্রাকৃতজ শামীম রুমি টিটন। স্বদেশী সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর সভাপতি আলহাজ আবদুর রহমান মাঝি’র সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক খান আমজাদ হোসেন, জাতীয় ঘাট শ্রমিক লীগের সভাপতি শেখ ওমর ফারুক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম সর্দ্দার, মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার পরিচালক বিশিষ্ট সমাজ সেবক শহীদুল্লাহ মুসল্লী, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দারের একান্ত সচিব নাসিরউদ্দিন, মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেরপুরের তরুণ শিল্পপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠিত হয়।