গারশি রাতে গ্রামের বটতলায় বৈদ্যুতিক খুটি ফেলে ডাকাতির অপচেষ্টা: আরো এক যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলুকদিয়ার টেইপুরের সম্রাট আলী বদুকে পুলিশ গ্রেফতার করেছে। এ দিয়ে গ্রামেরই সড়কের বটতলায় বৈদ্যুতিক খুটি ফেলে ডাকাতির অপচেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার হলো। বদুকে গতকাল সোমবার দুপুরে ভালাইপুর মোড়ের একটি ইটভাটা থেকে গ্রেফতার করা হয়। সদর থানার এসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ গত ১৫ অক্টোবর রাতে আলুকদিয়ার পিরপুরে অভিযানে যায়। সেখান থেকে ফেরার পথে টেইপুর বটতলার অদূরে সড়কে রশি বাঁধা দেখে পুলিশ থামে। পুলিশ দেখে দৌড়ে পালানো রশিবাঁধা লোকজন। পুলিশ পাশের পানবরজে তল্লাশী চালিয়ে গ্রেফতার করে মিঠু ও ধুরোকে। এদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল গ্রেফতার করা হয় আজিজুল ইসলামের ছেলে বদুকে। অপরদিকে গ্রামের বেশ ক’জন প্রবীণ ওই ঘটনাকে ডাকাতির চেষ্টা নয় বলে দাবি করে বলেছেন, আশ্বিন মাসের শেষ দিন কার্তিকের পূর্ব রাতকে প্রাচীন আমল থেকে গারশি রাত হিসেবে পালন করা হয়। ওই রাতে গ্রামের ছেলেরা এটা ওটা যেমন চুরি করে তেমনই ওঝাঁ কবিরাজরা জপে মন্ত্র। গারশি রাতে গ্রামের বটতলা মোড়ে বৈদ্যুতিক খুটি ফেলে পুলিশের সামনে পড়ে ব্যচারিরা এখন ডাকাতি মামলায় জড়িয়েছে। ফলে পুলিশকে এ বিষয়ে সঠিকভাবে সুষ্ঠু তদন্ত করার আহ্বান ও জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।