ঝিনাইদহে পেশাজীবী গাড়ী চালকদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধি: “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম মোয়াজ্জেম হোসেন, বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক জিয়াউর রহমান, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, ইন্সপেক্টর মাহমুদুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণ পদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।
দু’দিন ব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২ শতাধিক পেশাজীবী গাড়ী চালককে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমবে বলে জানান বক্তারা।