মেহেরপুর জেলা জজ আদালতের পিপি’র বাড়িতে চুরি

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্যের বাড়িতে দূর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল বাড়ি মালিকের অনুপস্থিতিতে গ্রিল কেটে ঘরের দোতলায় উঠে ১০-১২ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ঢাকা থেকে গতকাল মঙ্গলবার বাড়ি ফিরে তিনি এ চুরির ঘটনা জানতে পারেন।
জানা গেছে, ২৬ অক্টোবর পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য পরিবার নিয়ে ঢাকা বেড়াতে যান। গতরাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তার বাড়ির লোহার গ্রিল কেটে চোর দোতালায় উঠে আলমারি ভেঙে প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য জানান, গত কয়েকদিন আমরা কেউ বাড়িতে না থাকায় চোর ঘরের গ্রিল কেটে উপরে উঠে আলমারি তছনছ করাসহ আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রকৃত চোর চিহ্নিত করে আইনের আওতায় নেবেন বলে জানান।