আলমডাঙ্গায় আনন্দঘন সময় কাটালেন অভিনেতা আহমেদ শরীফ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সৌজন্য সাক্ষাত ও আনন্দঘন আড্ডায় সময় অতিবাহিত করলেন অভিনেতা আহমেদ শরীফ। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ চলচিত্রজগতের কিংবদন্তি খলনায়ক কুষ্টিয়ার কৃতি সন্তান আহমেদ শরীফ এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন। সে সময় আলমডাঙ্গা প্রেসক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ, নাগরিক নাট্যাঙ্গন, মাটি সাংস্কৃতিক গোষ্ঠী, আলমডাঙ্গা সাহিত্য পরিষদ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। এ আনন্দঘন আলাপচারিতায় আহমেদ শরীফ বলেন, বাংলাদেশ চলচিত্রজগতের ইতিহাসে তিনিই একমাত্র শিল্পী যিনি ৮শ ৬০টি ছবিতে অভিনয় করেছেন। এটা তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বৃহত্তর কুষ্টিয়াবাসির গর্ব। স্বাধীনতার পর বরেণ্য চলচিত্র পরিচালক সুভাষ দত্তের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচিত্র অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে চলচিত্রে এ অভিনেতার যাত্রা শুরু হয়। দীর্ঘ ৪৭ বছর সুনামের সাথে এপার বাংলা- ওপার বাংলায় সমানভাবে নিষ্ঠার সাথে অভিনয় করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, আলমডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গন এক সময় অত্যন্ত সমৃদ্ধ ছিল। বর্তমানে ঝিমিয়ে পড়া এই সাংস্কৃতিক অঙ্গনকে পুনঃজাগ্রত করতে তিনি আলমডাঙ্গাবাসির পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের প্রধান উপদেষ্টা অভিনেতা মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা হামিদুল ইসলাম আজম, রেইন ফরেস্ট রয়েল স্টেট লিমিটেডের চেয়ারম্যান টুটুল আহম্মেদ, সিও সামস-ই-জাহান ইতি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক অনিক সাইফুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাংগঠনিক সম্পাদক আতিক বিশ্বাস, সাংবাদিক, শাহাবুল ইসলাম, জাহাঙ্গীর, ডব্লিউ, পরাগ বিশ^াস, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি সহকারি অধ্যাপক আসিফ জাহান, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক মাসুদ রানা লিটন প্রমুখ।