ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক নেতা সিরাজ গ্রেফতার : ১৫ লিটার মদ উদ্ধার

চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে ট্রাক বন্দোবস্তকারীর কার্যালয়ে পুলিশি অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক নেতা সিরাজকে পুলিশ গ্রেফতার করেছে। গতরাত ৮টার দিকে সিরাজকে তার ট্রাক বন্দোবস্তকারী কার্যালয় থেকে ১৫ লিটার বাংলা মদসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, সিরাজ তার দালাল অফিসে বসে মদ বিক্রি করে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে সিরাজ (৫৫) দীর্ঘদিন ধরে ট্রাক বন্দোবস্তকারী হিসেবে পরিচিত। জেলা শহরের একাডেমি মোড়ের মোহাম্মদী শপিং কমপ্লেক্সের দোতলায় তার কার্যালয়। নিজের কার্যালয়ে বসেই মদ বিক্রি করে বলে অভিযোগ পাওয়ার পর চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন ইন্সপেক্টর আমির আব্বাস, এসআই মকবুল হোসনে ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মদসহ সিরাজকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, সিরাজ ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি। শ্রমিকদের নেতা হয়ে নিজে যা করে তা শ্রমিকদের অনেকেই মানতে পারে না। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।