চুয়াডাঙ্গা জেলা শহরের শেখপাড়ায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে অভিযান

দু ক্রেতার একজন ধরা পড়লেও বিক্রেতাসহ অপর ক্রেতার পলায়ন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ মালোপাড়ার খালিদ হোসেন রাজুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ৮টার দিকে শেখপাড়া থেকে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে।
পুলিশ বলেছে, শেখপাড়ার মামুনের বাড়ি থেকে ৫ পিচ ইয়াবা কিনে বের হওয়ার সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। বিক্রেতা মামুন ও অপর ক্রেতা রুবেল পালালেও মামুনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৮ পিচ ইয়াবা। এদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশসূত্র বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের শেখপাড়ার আয়ুব আলীর ছেলে মামুন তার বাড়িতে বসে সে ইয়াবা বিক্রি করে বলে খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ। এ খবরের ভিত্তিতে গতরাত ৮টার দিকে মামুনের বাড়িতে ছদ্মবেশে ঘুরতে থাকে গোয়েন্দা পুলিশের এসআই মুহিত ও সঙ্গীয় ফোর্স। রাত আনুমানিক ৮টার দিকে দুজন মামুনের বাড়িতে গিয়ে ইয়াবা কেনে। পুলিশ এ তথ্য দিয়ে বলেছে, সাথে সাথে আটক করা হয় একজনকে। বিক্রেতাসহ দুজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত খালিদ হোসেন রাজু মালোপাড়ার লুৎফর রহমানের ছেলে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।