লেমন-জগলু-ইবু পরিষদ পুনরায় জয়ী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চবাষির্কী নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল গোপন ব্যালটে ভোট গ্রহণের পর গণনা শেষে রাত পোনে ৪টার দিকে প্রাথমিক ও আংশিক ফল প্রকাশ করা হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে লেমন-জগলু-ইবু পরিষদ নিরাঙ্কশ জয়লাভ করেছে। মোট ৯৮০ ভোটারের মধ্যে ৮শ ৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১১টি ভোট বাতিল হয়েছে। নির্বাচন কমিশনার হিসেনে দায়িত্ব পালন করেণ হাজি অ্যাড. সেলিম উদ্দীন খান। কার্যকরি সদস্য পদে জগ প্রতীক নিয়ে ভোটারদের মাঝে জগ দিয়ে চমক লাগিয়েছেন। তিনি ৪৭৯ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। একই পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার পিস্তুল প্রতীক নিয়ে । আর যুগ্ম সম্পাদক পদে খেজুর গাছ প্রতীক নিয়ে ৫১৬ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটের অধিকার হাজি মো. সেলিম রেজা।
সভাপতি পদে হাজী মো. আসাদুল হোসেন লেমন ছাতা প্রতীক নিয়ে ৪শ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী জাহাজ প্রতীক নিয়ে ৩৪০ ভোট ও অপর প্রার্থী গিয়াস উদ্দীন পেয়েছেন ৪ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল কাদের জগলু প্রদীপ প্রতীক ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শামসুল আলম বাবু কুড়ে ঘর প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৫ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত ৫ জন হলেন মহিদুল ইসলাম ভাষা আম প্রতীক নিয়ে ৪১৯ ভোট. নীলরতন সাহা ৪১৪ ভোট, হাজি মো. শাহাবুদ্দিন মল্লিক আইফেল টাওয়ার প্রতীক নিয়ে ৪৩৬ ভোট, শামসুজ্জামান খোকন দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে ৩৮২, মো. শফি উদ্দীন হাত পাখা প্রতীক নিয়ে ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ইবরুল হাসান জোয়ার্দ্দার বাইসাইকের প্রতীক নিয়ে ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজি মো. সেলিম রেজা খেজুর গাছ প্রতীক নিয়ে ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। হাজি মো. ওহিদুল ইসলাম বিশ্বাস বাস প্রতীক নিয়ে ২০৩ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত তিন জনের মধ্যে দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু লাঙ্গল প্রতীক ৪৭০, মশিউর রহমান আবু গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৬, হাবিল হোসেন জোয়ার্দ্দার বালতি প্রতীক নিয়ে ৩৪৫ ভোট পেয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে নিশিত চক্রবর্তি কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৩০২ ভোট। সাইদুর রহমান মই প্রতীক নিয়ে ২২৮, শামসুল আলম কলস প্রতীক নিয়ে ২৩৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান খোকন দোয়েল পাখি প্রতীক নিয়ে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শওকত হাসান হরিন প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক এসএম শামীম মাসুদ হাস প্রতীক নিয়ে ৩৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপর প্রার্থী হেদায়েতুল্লাহ ম-ল চাঁদ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০ ভোট। প্রচার সম্পাদক পদে মাফিজুর রহমান মাফি মোবাইলফোন প্রতীক নিয়ে ৩৮০ পেয়ে জয়লাভ করেছে। শাজাহান আলী হারিকেন প্রতীক নিয়ে ৩৩৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে তৌহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু সিংহ প্রতীক নিয়ে ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রাথী ওসমান গণি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ ভোট। দপ্তর সম্পাদক পদে ফারুক হাসান মালিক টেবিল প্রতীক নিয়ে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সাইফুল্লাহ খালিদ ফাইল কেবিনেট প্রতীক নিয়ে ৩০৬ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক খন্দকার জান্নাতুল ফেরদৌস সৌরব ঢল প্রতীক নিয়ে ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রাথী প্রবিত্র কুমার আগরওলা বেহালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৪ ভোট। ধর্ম ও সমাজ সেবক সম্পাদক পদে নাজমুল আলম খান গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩৫৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপর প্রার্থী আলা উদ্দিন বিশ্বাস দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ৩২৬ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে রেজাউল হক রেজু বল ব্যাট নিয়ে ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মহাশিন রেজা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৬ ভোট।