মেহেরপুরে মাদক মামলায় লালনের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় লালন ইসলাম নামের এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দ-িত লালন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ভাষান মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের হাবিলদার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে অভিযান চালান। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ লালন ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় গাংনী থানায় তার নামে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় তদন্ত শেষে এসআই নারায়ন চন্দ্র ঘোষ আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে এ আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষের কৌশলী ছিলেন সহকারি পাবলিক প্রসিকিউটর এসএম রুস্তুম আলী এবং আসামি পক্ষের কৌশলী ছিলেন অ্যাড. মীনা পাল।