চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসায়ীর ৭ বছরের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসায়ী জয়নাল আবেদিনকে (৪০) ৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। দ-িত জয়নাল আবেদিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের সাদেম আলী মল্লিকের ছেলে।
মামলার বিবরণসূত্রে জানা যায়, ২০১১ সালে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের জয়নাল আবেদিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। একই দিন দামুড়হুদা মডেল থানার এএসআই আলমগীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ২০ জুলাই এসআই আরিফুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। ৬জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ৭ বছর পর গতকাল দুপুরে আসামির উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক জাকির হোসেন খাঁন এ রায় ঘোষণা করেন। রায়ে মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেন। পরে দণ্ডিত জয়নাল আবেদিনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়।