বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি : আনন্দ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খুস্তার জামিলের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, ঝিনাইদহ ও মেহেরপুরের গাংনী আনন্দ শোভযাত্রা বের করা হয় বলে খবর পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খুস্তার জামিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, অ্যাড. আব্দুল মালেক, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ আলী চন্দন, ত্রাণ বিষয়ক সম্পাদক এ নাসির টেংরা, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, সদস্য অ্যাড. বিল্লাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, পৌর আওয়ামীলীগ নেতা বিট্টু, গোলাম মোস্তফা মাস্তার, জাতীয় শ্রমিকলীগের চুয়াডাঙ্গা শাখার সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি রুবাইত-বিন-আজাদ সুস্থির, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি শাহবুল প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। আর এ ভাষণের ফলেই সূচনা হয় স্বাধীন বাংলাদেশের। বিশ্বের কয়েকটি শ্রেষ্ঠ ভাষণের মধ্যে এখন জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণটি অন্যতম। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে বিশ^ব্যাপী তা স্বীকৃতি পেলো। এটি বাঙালি জাতির অহংকার ও গৌরবের বিষয়। গেল ৩০ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা দেন মহা-পরিচালক ইরিনা বোকোভা। আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয়। এ সংক্রান্ত তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি (আইএসি)। গত ২৪-২৭ অক্টোবর পর্যন্ত বৈঠক করে ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয় আইএসি কমিটি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক দলিলে অন্তর্ভূক্তির মাধ্যমে তালিকাভুক্ত ঐতিহ্যের সংখ্যা দাঁড়ালো ৪২৭টিতে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে এক আনন্দ র‌্যালি বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বীন আজাদ সুস্থির, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফি উদ্দীন টিটু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সম্পাদক বাপ্পি হাসান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল বেলা ১০টায় এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস হতে শুরু হয়ে চৌরাস্তার মোড় প্রদক্ষিণ করে প্রিন্স প্লাজার সামনে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। উক্ত আনন্দ র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক শেখ সামী তাপু, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেসি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলা শহরে গতকাল সোমবার বিকেলে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শুরুর আগে ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে এমএ খালেক বলেন, বঙ্গবন্ধুর ওই ভাষণের মধ্য দিয়ে বাঙ্গালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। যার ফলে অর্জিত হয় স্বাধীনতা। আগামি জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে সবার জীবন গড়তে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পুরুণ হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহবান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম খান। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামসুজ্জামান মঙ্গল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, পৌর আ.লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা যুবলীগ নেতা গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর আ.লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুব মহিলা লীগের সম্পাদক ফারহানা ইয়াছমিন, রাইপুর ইউপি সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ মাস্টার, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, মটমুড়া ইউপি আ.লীগ সম্পাদক আব্দুল বারি, পৌর ৭নং ওয়ার্ড আ.লীগ সভাপতি জহুরুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি মিজানুর রহমান মদন, পৌর ছাত্রলীগ সভাপতি মানিক ফকির ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ আহবায়ক তারিফুল ইসলাম জীবনসহ নেতৃবৃন্দ।