দামুড়হুদায় মাথাভাঙ্গা ও ভৈরবনদী থেকে অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম শুরু

অচিরেই অবৈধ বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাথাভাঙ্গা ও সুবলপুর-পাটাচোরার ভৈরবনদী থেকে সরকারি খরচে অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান মাথাভাঙ্গা নদী থেকে ২ টি এবং ভৈরবনদী থেকে ৩ টি মোট ৫ টি অবৈধ বাঁধ অপসারণ করেন। তিনি বলেন, অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। অচিরেই অবশিষ্ট অবৈধ বাঁধ অপসারণ করা হবে এবং শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। যারা এ সমস্ত অবৈধ বাঁধ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় তিনি। দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী জানান, নদীতে আড়াআড়িভাবে সুতী বাঁধ দেয়া হলে ডিমযুক্তসহ ছোট বড় সব ধরণের মাছ এ সুতী বাঁধে আটকা পড়ে। ফলে অচিরেই দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকে। নদীতে আড়াআড়িভাবে বাঁধ দেয়াটা দন্ডনীয় অপরাধ।