বিদেশি টুকরো

আফগান টিভি স্টেশনে হামলার দায় স্বীকার আইএসের: নিহত ২

মাথাভাঙ্গা মনিটর: আফগান টিভি স্টেশনে পুলিশ ছদ্মবেশে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির মুখপত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সির মাধ্যমে তারা হামলার দায় স্বীকার করে।

অন্যদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটার পোস্টে দাবী করেছেন, হামলায় তার সংগঠন জড়িত নয়। এর আগে মঙ্গলবার দুপুরে শামশাদ টিভির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলার পর স্টেশনটির সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে কয়েক ঘণ্টা পর হামলাকারীদের হাত থেকে ভবনটি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী। তারা ভেতরের সবাইকে উদ্ধার করে আনে। এর কিছুক্ষণ পরই টিভির সম্প্রচারও পুনরায় শুরু করা হয়।

রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক: ভারতের স্পিকার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। তাদের সন্ত্রাসী বলা হলেও নাগরিক হিসেবে মিয়ানমারকেই স্বীকৃতি দেয়া উচিত। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেমে সিপিএ অধিবেশন চলাকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুমিত্রা মহাজান বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টি একটি সমস্যা। মিয়ানমারের যে ঘটনা ঘটছে, সেটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই। তিনি বলেন, মিয়ানমারও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। সে বিষয়টিও আমাদের দেখতে হবে।

নিউজিল্যান্ডকে বদলে দিতে চান জাসিন্ডা

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৩৭ শতাংশেরও কম ভোট পেয়েছে লেবার দল। এ দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরডার্ন। নির্বাচনে জয়ী দল ন্যাশনাল পার্টির মন জয়ের চেষ্টা করেননি জাসিন্ডা; বরং ঝুঁকেছেন কম গুরুত্বপূর্ণ পপুলিস্ট দলের দিকে। একই সঙ্গে জোটে না থাকা গ্রিনসদেরও সমর্থন পেয়েছেন।

জাসিন্ডা নির্বাচনে পরাজিত কোনো দল থেকে এই প্রথমবার সরকার গঠন করলেন। স্থান করে নিলেন সমানুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টে। বলা হচ্ছে, বিশ্বের সর্বকনিষ্ঠ নারী নেতাও হলেন। মাত্র ৩৭ বছর বয়স তার। গত ২৬ অক্টোবর শপথ নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের নির্বাচনের ইতিহাসে বেশ বদল ঘটিয়েই ক্ষমতায় এলেন জাসিন্ডা। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে উদ্বুদ্ধ করেছেন সে দেশের তরুণ প্রজন্মকেও।

এর কারণও রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ন্যাশনাল পার্টির কর্মকাণ্ডে ক্লান্তিবোধ করছিলো নিউজিল্যান্ডবাসী। মনে মনে পরিবর্তন চেয়েছে তারা। আর তাই বেছে নিয়েছে নবীন জাসিন্ডাকে। বিশ্লেষকদের মতে, তিন দশক ধরে চলা উদার অর্থনৈতিক ব্যবস্থার অবসান কাম্য ছিলো নিউজিল্যান্ডের মানুষের। অর্থনীতিকে নিতে চেয়েছে রক্ষণশীলতার দিকে। আর সেই পথে তাদের স্বপ্ন দেখাতে পেরেছেন জাসিন্ডা।

মাঝ আকাশে স্বামীর পরকীয়া ধরে ফেলায়…

মাথাভাঙ্গা মনিটর: সন্তানসহ উড়োজাহাজে দোহা থেকে বালি যাচ্ছিলেন ইরানের এক দম্পতি। মাঝ আকাশে ছুটে চলেছে উড়োজাহাজ। এমন সময় স্বামীর পরকীয়ার বিষয়টি ধরে ফেলেন স্ত্রী। শুরু হয়ে যায় দুজনের কলহ। কলহ এমন পর্যায়ে পৌঁছায়, চেন্নাই বিমানবন্দরে উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। পরে শিশুসন্তানসহ ওই দম্পতিকে চেন্নাইয়ে নামিয়ে আবার বালির উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

একটি প্রতিবেদনে বলা হয়, গত রোববার সকাল ১০টার দিকে কাতার এয়ারওয়েজের কিউআর-৯৬২ (দোহা-বালি) ফ্লাইটে এ ঘটনা ঘটে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই দম্পতিকে বিমানবন্দরেই বসিয়ে রাখেন। সেখানে তারা একটু শান্ত হলে অন্য একটি উড়োজাহাজে করে তাদের কুয়ালালামপুর পাঠিয়ে দেয়া হয়।

মাথাভাঙ্গা মনিটর: আফগান টিভি স্টেশনে পুলিশ ছদ্মবেশে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির মুখপত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সির মাধ্যমে তারা হামলার দায় স্বীকার করে।

অন্যদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটার পোস্টে দাবী করেছেন, হামলায় তার সংগঠন জড়িত নয়। এর আগে মঙ্গলবার দুপুরে শামশাদ টিভির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলার পর স্টেশনটির সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে কয়েক ঘণ্টা পর হামলাকারীদের হাত থেকে ভবনটি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী। তারা ভেতরের সবাইকে উদ্ধার করে আনে। এর কিছুক্ষণ পরই টিভির সম্প্রচারও পুনরায় শুরু করা হয়।

রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক: ভারতের স্পিকার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। তাদের সন্ত্রাসী বলা হলেও নাগরিক হিসেবে মিয়ানমারকেই স্বীকৃতি দেয়া উচিত। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেমে সিপিএ অধিবেশন চলাকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুমিত্রা মহাজান বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টি একটি সমস্যা। মিয়ানমারের যে ঘটনা ঘটছে, সেটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই। তিনি বলেন, মিয়ানমারও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। সে বিষয়টিও আমাদের দেখতে হবে।

নিউজিল্যান্ডকে বদলে দিতে চান জাসিন্ডা

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৩৭ শতাংশেরও কম ভোট পেয়েছে লেবার দল। এ দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরডার্ন। নির্বাচনে জয়ী দল ন্যাশনাল পার্টির মন জয়ের চেষ্টা করেননি জাসিন্ডা; বরং ঝুঁকেছেন কম গুরুত্বপূর্ণ পপুলিস্ট দলের দিকে। একই সঙ্গে জোটে না থাকা গ্রিনসদেরও সমর্থন পেয়েছেন।

জাসিন্ডা নির্বাচনে পরাজিত কোনো দল থেকে এই প্রথমবার সরকার গঠন করলেন। স্থান করে নিলেন সমানুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টে। বলা হচ্ছে, বিশ্বের সর্বকনিষ্ঠ নারী নেতাও হলেন। মাত্র ৩৭ বছর বয়স তার। গত ২৬ অক্টোবর শপথ নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের নির্বাচনের ইতিহাসে বেশ বদল ঘটিয়েই ক্ষমতায় এলেন জাসিন্ডা। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে উদ্বুদ্ধ করেছেন সে দেশের তরুণ প্রজন্মকেও।

এর কারণও রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ন্যাশনাল পার্টির কর্মকাণ্ডে ক্লান্তিবোধ করছিলো নিউজিল্যান্ডবাসী। মনে মনে পরিবর্তন চেয়েছে তারা। আর তাই বেছে নিয়েছে নবীন জাসিন্ডাকে। বিশ্লেষকদের মতে, তিন দশক ধরে চলা উদার অর্থনৈতিক ব্যবস্থার অবসান কাম্য ছিলো নিউজিল্যান্ডের মানুষের। অর্থনীতিকে নিতে চেয়েছে রক্ষণশীলতার দিকে। আর সেই পথে তাদের স্বপ্ন দেখাতে পেরেছেন জাসিন্ডা।

মাঝ আকাশে স্বামীর পরকীয়া ধরে ফেলায়…

মাথাভাঙ্গা মনিটর: সন্তানসহ উড়োজাহাজে দোহা থেকে বালি যাচ্ছিলেন ইরানের এক দম্পতি। মাঝ আকাশে ছুটে চলেছে উড়োজাহাজ। এমন সময় স্বামীর পরকীয়ার বিষয়টি ধরে ফেলেন স্ত্রী। শুরু হয়ে যায় দুজনের কলহ। কলহ এমন পর্যায়ে পৌঁছায়, চেন্নাই বিমানবন্দরে উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। পরে শিশুসন্তানসহ ওই দম্পতিকে চেন্নাইয়ে নামিয়ে আবার বালির উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

একটি প্রতিবেদনে বলা হয়, গত রোববার সকাল ১০টার দিকে কাতার এয়ারওয়েজের কিউআর-৯৬২ (দোহা-বালি) ফ্লাইটে এ ঘটনা ঘটে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই দম্পতিকে বিমানবন্দরেই বসিয়ে রাখেন। সেখানে তারা একটু শান্ত হলে অন্য একটি উড়োজাহাজে করে তাদের কুয়ালালামপুর পাঠিয়ে দেয়া হয়।