দর্শনা সরকারি কলেজে ধুমপান মাদক ও দুর্নীতি বিরোধী ক্লাস ও শপথ পাঠ অনুষ্ঠিত

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজে ধূমপান, মাদক ও দুর্নীতি বিরোধী ক্লাস ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দর্শনা সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব নবাব আলী হাসান আসকারী। প্রধান আলোচক ছিলেন, সারডা সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। সারডা সোসাইটির ক্লাস ও শপথ বাক্য পাঠ করান, সংস্থার সহ-সভাপতি শচীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সারডা সোসাইটির পরিচালক রাশিদুল ইসলাম জুয়েল, দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন, দামুড়হুদা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সেক্রেটারি স্বরুপ কুমার দাস, বিশিষ্ঠ ক্রিড়াবীদ গিয়াস উদ্দীন পিনা, সাংবাদিক মেহেদী হাসান ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম মল্লিক। এসময় বক্তারা বলেন, অধিকাংশ মানুষকে বলতে শুনেছি, দেশ আমাকে কিছু দিলো না। কিন্তু আমি বলবো, দেশকে আমরা কী দিলাম, সেটা ভাবতে হবে। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। পিতা-মাতা, শিক্ষক ও বইয়ের সাথে শিক্ষার্থীদের প্রেম করতে হবে। তিনি বলেন, ধূমপায়ী ও মাদকাসক্ত বন্ধুদের নিকট থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, প্রজাপতি মনের আনন্দে পরাগায়ণ ঘটায় আবার মাকড়শা বিষ সংগ্রহ করে! সুতরাং তোমরা কী সংগ্রহ করবে? আমরা এ শপথ কর্মসূচি চুয়াডাঙ্গা জেলাসহ দেশব্যাপী হাই স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিকট পৌঁছাতে চাই, এক্ষেত্রে শিল্পপতি/ব্যবসায়ীরা তাদের সিএসআর (ঈঝজ) ফান্ড অনুদান দিয়ে সারডা সোসাইটির চলমান পথচলাকে সহযোগিতা করতে পারে। তিনি ধূমপান ও দুর্নীতিমুক্ত পরিবার গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদের ভুলে গেলে চলবেনা, সামাজিক অবক্ষয়ের কারণে মাদকাসক্ত স্কুলছাত্রী ঐশী রহমান তার মা ও পুলিশ কর্মকর্তা বাবাকে ঢাকার বাসায় গত ১৬/৮/২০১৩ ইং তারিখে খুন করে। এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সেক্রেটারি তোফাজ্জেল হোসেন তপু, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক অপু সরকার, যুগ্ম সম্পাদক প্রভাত আলম, দফতর সম্পাদক রায়হান হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ, রকি, আক্তার, মাসুদ, প্রান্ত, হৃদয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক আলামিন।