আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজার থেকে পাখি ভ্যান চুরি করে সরিষাডাঙ্গায় বিক্রি করতে এসে দুই যুবক গণধোলাইয়ের শিকার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজার থেকে এক দরিদ্র পাখিভ্যান চালকের পাখিভ্যান চুরি করে মোমিনপুরের সরিষাডাঙ্গা গ্রামে বিক্রি করতে এসে দুই যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। গত পরশু মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের তুহিন ও রুপো নামের দুই যুবক ঘোলদাড়ী বাজার থেকে একটি পাখিভ্যান চুরি করে। গতকাল সরিষাডাঙ্গা গ্রামে বিক্রি করতে এসে হাতেনাতে ধারা পড়ে। তাদের দুজনকে গণধোলাই শেষে তাদের অভিভাবকদের জিম্মাতে ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, গত পরশু সোমবার আলমডাঙ্গা ঘোলদাড়ীর হোসেনপুর গ্রামের দরিদ্র পাখিভ্যান চালক তার পাখিভ্যান নিয়ে ঘোলদাড়ী বাজারে আসে। সুযোগ বুঝে মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের তেলা মিস্ত্রির ছেলে তুহিন (২৮) ও একই গ্রামের শহিদুলের ছেলে রুপো (২৫) পাখিভ্যানটি চুরি করে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে তারা জেলা সদরের মোমিনপুরের সরিষাডাঙ্গা গ্রামের মজিবুলের কাছে পাখিভ্যান বিক্রি করতে আসে। দু যুবকের আচরণ ও পাখিভ্যানের দাম অল্প চাওয়াতে তার সন্দেহ হয়। ঘটনাটি গ্রামের কয়েকজনকে জানালে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা তারা অকপটে শিকার করে। তুহিন ও রুপো আরও জানায়, রোয়াকুলি গ্রামের কলেজপাড়ার ইসমাইলের ছেলে রোকন পাখিভ্যানটি বিক্রি করতে পাঠিয়েছে। তাদের দুজনকে গণধোলাইয়ের শেষে গড়গড়ি গ্রামে খবর দেয়া হলে গ্রামের মেম্বারসহ দুজনের পরিবারের লোকজন উপস্থিত হয়। গড়গড়ি গ্রামের লোকজন জানায় আটক দুজনই হেরোইনাসক্ত। তারা প্রায় এমন চুরিচামারি করে। স্থানীয়দের মধ্যস্ততায় সন্ধায় তাদের দুজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।