দেশি টুকরো

রসিক নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন ঝন্টু

স্টাফ রিপোর্টার: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।  গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের বোর্ডের সভায় এ সিদ্ধান্ত পাকা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সন্ধ্যায় গণভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় আওয়ামী লীগ। সাক্ষাৎকার শেষে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে মেয়র পদে নৌকা প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়।

দৌলতদিয়া ঘাটে গাড়ির লম্বা লাইন

স্টাফ রিপোর্টার: ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা গাড়ির তিন কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়।

বিআইডব্লিউটিএ কিছুদিন ধরে দৌলতিদয়া ও পাটুরিয়া ঘাটের কাছে খনন কাজ শুরু করেছে। পাটুরিয়া ঘাটের ওয়ানওয়ে চ্যানেল তৈরি করায় চ্যানেলে ফেরি প্রবেশকালে বিপরিত দিক থেকে আরেকটি ফেরি পাশাপাশি চলতে পারে না। বিধায় চ্যানেলে থাকা ফেরি চ্যানেলের বাইরে না আসা পর্যন্ত আরেকটি ফেরিকে অপেক্ষা করতে হয়। এ কারণে চ্যানেলে প্রবেশের জন্য বা গাড়ি লোড-আনলোডে অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ মিনিট করে অপেক্ষা করতে হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি ট্রিপের সংখ্যা কমে গেছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে গাড়ি আটকা পড়ছে।