জানাই ওদের ধিক

আহাদ আলী মোল্লা

যায় না চেনা এক্কেবারেই
কোথায় আলো অন্ধকার,
বোঝা কঠিন দায় হয়েছে
কপাল বরাত মন্দ কার?

কোন ফাঁকে যে কী হয়ে যায়
ঘরের বিবি ঝি হয়ে যায়
মর্যাদা মান ডুবে খতম
কিসের কাজী খন্দকার।

অসহায় ও গরিব দুখি
হচ্ছে শিকার লালসার,
ভদ্রবেশী কিছু মানুষ
বাইরে শুধু আলো সার।

ভেতর পানে নরক নরক
একটুখানি করলে পরখ
যায় দেখা যায় ঠিক;
জানাই ওদের ধিক!

 

সূত্র (চুয়াডাঙ্গায় কুমারী মায়ের পুত্রসন্তান প্রসব)