নাইজেরিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পথচলা এবার একদমই মসৃণ ছিলো না। শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে হারিয়ে রাশিয়ার টিকিট কাটেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শুরুতেও হোঁচট খেতে বসেছিল আর্জেন্টিনা। গত শনিবার মস্কোয় প্রীতি ম্যাচে স্বাগতিক রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে লাতিন পরাশক্তির এই দেশ। আর্জেন্টিনার মান বাঁচিয়েছেন সের্গিও আগুয়েরো। গোলে অবদান রেখেছেন দেশটির তারকা ফুটবলার লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়া আর্জেন্টিনা চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না। তবে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। তবে কোনো ইনজুরিজনিত কারণে নয়, দলের সেরা তারকাকে বিশ্রাম দিয়েছেন কোচ। নাইজেরিয়ার বিপক্ষে মেসির না খেলার কথা অফিসিয়াল টুইটে জানিয়েছে আর্জেন্টিনা দল। টুইটে জানানো হয়, মস্কো থেকে স্পেনে ফিরে যাচ্ছেন মেসি। একই সঙ্গে মেসি কোনোরকম চোট পাননি বলেও জানানো হয়।