চুয়াডাঙ্গায় এক সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তেঘরি গ্রামে এক সন্তানের জনক উজ্জ্বল ঘোষ (৩৫) বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দুপুরে বাড়ির অদুরে খরের মাঠ থেকে তাকে বিষপান অস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে ভর্তির পর মারা যান তিনি। এদিকে উজ্জ্বলের মৃত্যুর পর তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে জোরপূর্বক লাশ নিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেন। উজ্জ্বল ঘোষ চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের তেঘরি কলাগাছীর রঞ্জন ঘোষের ছেলে। পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ২টার দিকে উজ্জ্বল ঘোষ হঠাৎ বাড়ি থেকে বের হয়। বেলা ৩টার দিকে বাড়ির অদুরে খরের মাঠ থেকে বিষপান করা অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ওয়াশ করে সেখানে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পোনে ৫টার সময় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন জানান, বছর দশেক আগে উজ্জ্বলের বিয়ে হয় মাগুরা জেলার মিঠাপুকুর এলাকার ধীমান ঘোষের মেয়ে শ্যামলির সাথে। সাগর নামের চার বছর বয়সী একটা ছেলে আছে তাদের। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে উজ্জ্বলের মৃত্যুর পর পরিবারের লোকজন জোরপুর্বক তার লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায়। বিষয়টি নিয়ে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।