Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net

মেহেরপুর ফকির লালন শাহ ১২৭তম তিরোধান দিবস

মেহেরপুর অফিস: বাউল স¤্রাট, মরমী সাধক, মানুষ ও মানবতার পক্ষে সার্বজনীন যুক্তিবাদি, নির্ভীক সাধক ফকির লালন শাহ্ ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরে হয়ে গেলো আলোচনাসভা ও লালন গীতি সন্ধ্যা। গতকাল সোমবার রাতে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে ওই আলোচনাসভা ও লালন গীতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা লালন একাডেমির সহ-সভাপতি হেলালউদ্দিন হিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সাংবাদিক রফিকুল আলম, আনিছুর রহমান মাস্টার, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর হোসেন, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ। পরে সেখানে লালন গীতি পরিবেশন করেন ঢাকা থেকে আগত প্রতিবন্ধী শিল্পী রহমান বয়াতী, ফজলুল হক, চুয়াডাঙ্গা থেকে আগত সুবর্ণ শোভা, জেলা লালন একাডেমির সভাপতি অধম পাগল নাদিম শাহ্, জেলা উদীচীর সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, রবি ফকির, মালেক ফকির, ওসমান ফকির, শিশু শিল্পী সামিয়া, ফাতেমা ও দিপু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জেলা উন্নয়ন ফোরামের সেক্রেটারি আতাউর রহমান।


আরো দেখুন

মেহেরপুরে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়। গতকাল …

Loading Facebook Comments ...