বাঁধনের উদ্যোগে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক মায়ার বাঁধন’ এই স্লোগানে এগিয়ে চলেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাঁধনের একঝাক তরুণ ছাত্র-ছাত্রীরা। যখন যেখানে যার রক্তের প্রয়োজন হচ্ছে তখনই সেখানে ঝাপিয়ে পড়ছে সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের একঝাক উদ্যোম তরুণ ছাত্র-ছাত্রীরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজসহ গোটা চুয়াডাঙ্গা শহরে ৩ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত এই বাঁধন পরিবার। গতকাল সোমবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত বাঁধনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। চুয়াডাঙ্গা বাঁধনের আহ্বায়ক আবিবক্কর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রফেসর আব্দিল মজিদ প্রামাণিক। আরও উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, মতিউর রহমান, প্রভাষক হাফিজুর রহমান, বাঁধনের কুষ্টিয়া সরকারি কলেজের সদস্যসচিব নিহাল উদ্দীন, ঝিনাইদহ কেসি কলেজের বাঁধনের সহ-সভাপতি ফাইম উদ্দীন, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পলাশ, যশোর এমএম কলেজের সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম প্রিন্স, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারি আহ্বায়ক তৈমুর হোসাইন জোয়ার্দ্দার তনু, সাংগঠনিক সম্পাদক আফরিকুল, প্রচার সম্পাদক ইমরান, তথ্য বিষয়ক সম্পাদক মামুন, নবান্য, আশা, বাপ্পি ও চুয়াডাঙ্গা মহিলা কলেজের বাঁধনের শুভাকাঙ্খিরা।