মেহেরপুরে জেলা কাইযেন কনভেনশন অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে গতকাল সোমবার দিনব্যাপি জেলা কাইযেন কনভেনশন অনুষ্ঠিত হয়। আইপিএস-টিকিউএম প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিপিএটিসি’র পক্ষে উপ-পরিচালক রাজিবুল ইসলাম ও এএফএম আমির হোসেন কাইযেন কনভেনশন পরিচালনা করেন।
জেলার নির্ধারিত অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা অফিসারগণ এই কনভেনশনে অংশগ্রহণ করেন এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তাঁদের স্ব স্ব বিভাগের কাইযেন উদ্যোগের অংশ হিসেবে গ্রহীত ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প প্রদর্শন করেন। সকল বিভাগের কর্মকর্তারা “এক বছর এক প্রকল্প” কাইযেন উদ্যোগ চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।