মেহেরপুরে সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর মানববন্ধন

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনায় শহরে মানববন্ধন করেছেন আমরা সাংকৃতিকর্মী নামের ব্যানারে মেহেরপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। গতকাল সোমবার বিকেল ৪টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরেপুর থিয়েটারের পক্ষে সাধারণ সম্পাদক সহকারি অধাপক সাইদুর রহমান, মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সহযোগি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ডা. এমএ বাশার, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী রফিকুল আলম, জেলা হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, উদীচীর সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সুজনের সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, অরুণীর সভাপতি নিশান সাবের, মৃত্তিকা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মানিক হোসেন, প্রন্তিক নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ লাল্টু, লালন একাডেমির সভাপতি হেলালুজ্জামান হিলু, জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, অবসরের পক্ষে জানে আলম, মুজিবনগর নটরাজ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রাজিব আহমেদ প্রমুখ। বক্তারা চুরির ঘটনায় অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য পরিবার নিয়ে ঢাকা বেড়াতে যান। ৩০ অক্টোবর রাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তার বাসভবন হোটেলবাজারস্থ বাড়ির লোহার গ্রিল কেটে দোতালায় উঠে চোর আলমারি ভেঙে প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।