বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করে যেতে হবে

মেহেরপুরে জঙ্গিবাদ মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিয়মসভায় পুলিশ সুপার আনিছুর রহমান

মেহেরপুর অফিস: মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক হচ্ছে মানবতার শত্রু। এদের চিরতরে সমাজ থেকে নির্মুল করতে হবে। আর বাল্যবিয়ে হচ্ছে সমাজের ব্যাধি। এই ব্যাধি সমাজ থেকে মুক্ত করতে হবে। তিনি গতকাল সোমবার মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি পুলিশ আনিছুর রহমান আরও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষক, কাজী, সাংবাদিক, ইউপি সদস্য, অভিভাবকসহ সকলকে ভূমিকা রাখতে হবে। প্রয়োজন অভিভাবকদের অধিকতর সচেতনতা এবং আইনের শ্রতি শ্রদ্ধাও। বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করে যেতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমেই বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এগ্রেমেশিনারী বিভাগের শিক্ষক শামিমুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।