কোটচাঁদপুরে বখাটের হাত থেকে রক্ষা পেতে কলেজছাত্রীর আত্মহত্যা

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উত্ত্যক্তের হাত থেকে রক্ষা পেতে কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত রোববার রাতে নিজের শোবার ঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবী। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর গ্রামে।
সুরাইয়া খাতুনের নানা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম জানান, সুরাইয়ার পিতা শামছুর রহমান ৩ বছর আগে মারা যান। এরপর তার মা তহুরা খাতুনকে অন্যত্র বিয়ে দেয়া হয়। সুরাইয়া সলেমানপুরে মামা বাড়িতে বড় হতে থাকে। সুরাইয়া বর্তমানে কোটচাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগে ২য় বর্ষের ছাত্রী। সুরাইয়ার নানা তাজুল ইসলাম জানান, প্রতিবেশী মৃত আকবর আলী বিশ্বাসের দুই ছেলে সোলাইমান এবং সালাম এ দু’ভাই দীর্ঘদিন ধরে সুরাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রেমে সাড়া না পেয়ে সোলাইমান গতকাল রোববার সন্ধ্যায় নেশাগ্রস্থ অবস্থায় সুরাইয়াদের বাড়িতে গিয়ে নানা হুমকি ও তাকে বিয়ের জন্য চাপ দেয়। তিনি তাজুল ইসলাম আরও জানান, এ অবস্থায় লোক লজ্জায় রাতেই সুরাইয়া নিজ বসত ঘরের আড়াঁই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে সুরাইয়ার আত্মহত্যার সংবাদ শুনে সোলাইমান ও তার ভাই সালাম এলাকা ছেড়ে পালিয়েছে। গত সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা সুরাইয়ার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা জানান। এর আগে কলেজে সুরাইয়ার মৃত্যু সংবাদ পৌঁছালে কলেজে শোকের ছায়া নেমে আসে। কলেজে টাঙ্গানো হয় কাল ব্যানার। দাবী করা হয় আত্মহত্যা প্ররোচনাকারী বখাটে সোলাইমান ও তার ভাই সালামের শাস্তি।