দামুড়হুদা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষকে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শমশের আলীকে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদার পুরাতন বাস্তুপুরের আলম হোসেনের ছেলে আক্তারুজ্জামান বাবু (৪৫) ওই হুমকি দেয়। এ ঘটনায় শমশের আলী গতকাল সোমবার রাতে দামুড়হুদা থানায় জিডি করেছেন। জিডিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পুরাতন বাস্তুপুরের আলম হোসেনের ছেলে আক্তারুজ্জামান বাবু বেশ কিছুদিন পূর্বে সাধারণ দলিল লেখকের লাইসেন্স সংগ্রহ করে। কিন্তু সে কোনোদিন দলিল লেখে না এবং সমিতির কোনো কার্যক্রমও করেনা। সে একজন মাদকাসক্ত ব্যক্তি। সে সব সময় নেশাগ্রস্থ অবস্থায় থাকে এবং কাছে খুর রেখে সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্থ করে। সে একজন সাধারণ দলিল লেখক হিসেবে আমার নিকট থেকে কয়েক দফায় সর্বমোট ৫০ হাজার টাকা ধার নেয়। দলিল লিখে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও ওই টাকা এখনো পরিশোধ করেনি। এ ছাড়া সে বিগত ৫ বছরের মধ্যে তার নিজ নামীয় লাইসেন্সের বিপরীতে কোনো দলিলও লেখেনি। গতকাল সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে মোবাইলফোনে ৫ হাজার টাকা দিতে বলে। আমি পূর্বেও টাকা পরিশোধ না করা পর্যন্ত টাকা দিতে পারবোনা বলে জানালে সে আমাকে মোবাইলফোনে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তার হুমকির কথাগুলো আমার মোবাইলফোনে রেকর্ড করা রয়েছে বলেও জানান তিনি। শমশের আলী চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার দামুড়হুদা ব্যুরো প্রধান। এ ছাড়া তিনি দামুড়হুদা প্রেসক্লাবের একজন সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি দামুড়হুদা শাখার কোষাধ্যক্ষ।