টাইগার যুবাদের ফাইনালের স্বপ্ন ভঙ্গ

মাথাভাঙ্গা মনিটর: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরে যুব এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো টাইগার যুবাদের। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের কিনারা ওভালে সেমিফাইনালে টাইগার যুবারা বৃষ্টির বাগড়ায় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানি যুবাদের কাছে ২ রানে হেরে যায়। ব্যাটে-বলে অবশ্য দারুণ শুরু করেছিল বাংলাদিশ যুবারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছিলো তারা ২৭৫ রানের টার্গেট দিয়ে।

গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপ সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিতে টস হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে তারা দারুণ শুরু করে। পিনাক ঘোষ, সাইফ হাসান ও আফিফ হোসেনের ফিফটিতে বাংলাদেশ ৬ উইকেটে করে ২৭৪ রান। হারের কারণে পিনাকের ৮২, সাইফের ৬১ এবং আফিফের অপরাজিত ৫২ রানের ঝলমলে ইনিংস বাংলাদেশ শিবিরের কেবল আক্ষেপই বাড়িয়েছে। পাকিস্তানের মুনির সর্বোচ্চ ৩ উইকেট নেন। এরপর ৫১ রানের মধ্যে পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিল টাইগার যুবারা। কিন্তু প্রতিরোধ গড়েন মোহাম্মদ তাহা। ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান যখন পাকিস্তানের স্কোরবোর্ডে, তখন নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পরও বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইসের হিসাব-নিকাশে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়। পাকিস্তানি যুবাদের মধ্যে তাহা ৯২, সাদ খান অপরাজিত ৩৫ ও রোহেল ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে কাজী অনিক ইসলাম দুটি উইকেট নেন।