চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিবৃতি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের প্রতিবাদ বিবৃতি, গত ১৬ই নভেম্বর জীবননগর উপজেলার ৩টি ইউনিয়ন এর দলীয় প্রার্থী মনোনীত করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৬ আগস্ট বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর কার্যকরী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে সকল ইউনিয়ন প্রশাসনিক নির্দেশে বিভাজিত হয়েছে এবং অদ্যবধি যে সকল পুনর্গঠিত ইউনিয়ন আওয়ামী লীগ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি সে কারণে ওই সকল ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। অতএব অবিভাজিত ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক বিভাজিত সকল ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি পুনর্গঠন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। যে আলোকে জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব আজাদুল ইসলাম আজাদ কর্তৃক গত ৮ আগস্ট স্বাক্ষরিত এক পত্র মারফত বিভাজিত ৩টি ইউনিয়ন সমূহে আহ্বায়ক কমিটি গঠন পূর্বক জেলা কমিটিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। ফলে ১৫ই নভেম্বর জীবননগরের অখ- উথলী ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা আহ্বান করে, যা সাংবিধানিকভাবে অবৈধ ও এখতিয়ার বর্হিভূত। বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে। ভবিষ্যতে গঠনতন্ত্র বিরোধী এহেন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা যাচ্ছে। অ্যাড. আবু তালেব বিশ্বাস। দফতর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা।