দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপন করণে বৈঠক শেষে আশার বানি নিয়ে ফিরলো প্রতিনিধিদল

দর্শনা অফিস: দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের দাবি দীর্ঘদিনের। দর্শনাবাসির প্রাণের এ দাবি পূরণে কাজ করছে বন্দর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান দর্শনা পরিদর্শন ও মতবিনিময়সভায় আশার বানি শোনানোর পর থেকে অনেকখানি এগিয়েছে এ কার্যক্রম। এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষ করা হয়েছে। দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনার লক্ষ্যে ঢাকায় যান বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, যুগ্ন-আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল আলম উলুমসহ প্রতিনিধিদল। দর্শনায় স্থলবন্দর স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে প্রতিনিধিদল গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ট্রেনযোগে দর্শনায় ফেরেন। এ সুখবর শোনার জন্য দুপুর দেড়টা থেকে দর্শনা হল্টস্টেশনে অপেক্ষা করে শত শত মানুষ। ট্রেন থেকে নামার সাথে সাথে প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি শহিদুর রহমান পুটু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, রফিকুল ইসলাম, রায়হান, ইব্রাহিম, শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম রবু, আমির হোসেন, মিজানুর রহমান, দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. গণি, পৌর কাউন্সিলর মঈনুদ্দিন আহমেদ মন্টু, আ.লীগ নেতা মুকুল মিয়াজি, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম, মিজানুর রহমান সরকার, ছাত্রলীগনেতা বাকী বিল্লাহ, ইমরান হোসেন প্রমুখ।