ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

ঝিনাইদহ র‌্যাবের চুয়াডাঙ্গায় মাদক বিরোধী পৃথক অভিযান

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ র‌্যাব চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এ অভিযান পরিচালনা করেন।
র‌্যাব জানিয়েছে, নিয়মিত টহল চলাকালীন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে একজন ইয়াবাসহ অপেক্ষা করছে। এমন সংবাদ পেয়ে বদরগঞ্জ বাজারে ভাই ভাই অটো গ্যারেজের সামনে থেকে একজনকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১৯৭ পিস ইয়াবা। আটককৃত ব্যক্তি নিজেকে পরিচয় দিতে গিয়ে বলেছে, সে চুয়াডাঙ্গা সদরের ঠাকুরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. টোকন (২৮)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নদীপাড়ার পারভীন খাতুনকে (৩৫) আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পারভীন খাতুন ওই গ্রামের ইকরামুল হকের স্ত্রী। পারভীনের বিরুদ্ধেও মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।