দ্রুত চালুর জন্য একযোগে কাজ করতে ঐকমত্য

জীবননগর স্থলবন্দর চালুর লক্ষ্যে ভারতের কৃষ্ণগঞ্জে যৌথসভা

জীবননগর ব্যুরো: দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর দ্রুত চালুর বিষয়ে গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ বিডিও সাহেবের কনফারেন্স হলরুমে যৌথসভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। যৌথসভায় এ স্থলবন্দরটির কার্যক্রম দ্রুত চালুর লক্ষে একযোগে কাজ করার জন্য উভয় দেশের প্রতিনিধিদল ঐকমত্য পোষণ করেছেন। এদিন প্রতিনিধি দলটি নদীয় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জল বিশ্বাস ও কৃষ্ণনগর জেলা পরিষদের সভাপতি বাণী রায় চৌধুরীর সাথে স্থলবন্দর চালুর বিষয়ে মতবিনিময় করেন।
দুপুরে কৃষ্ণগঞ্জ বিডিও সাহেবের কনফারেন্স হলরুমে ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরীর সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু, দৌলৎগঞ্জ-মাজদিয়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল, মুন্সী খোকন ও জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে নদীয়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক গোকুল বিহারী সাহা, মাজদিয়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের জয়ন্ত কুমার বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস, ব্রজগোপাল সরকার, সুব্রত মানস বিশ্বাস, অনিরুদ্ধ সরকার, বানপুরের আশিষ প্রামাণিক, টুঙ্গি-ভাজনঘাটের পঞ্চায়েত প্রধান ঘারগি ঘোষ চৌধুরি, নানুপুরের ব্যবসায়ী মান্নান মন্ডল প্রমুখ।
প্রতিনিধি দলটি এর পূর্বে নদীয়া জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জল বিশ্বাস ও কৃষ্ণনগর জেলা পরিষদের সভাপতি বাণী রায় চৌধুরীর সাথে সাক্ষাত করেন। প্রতিনিধি দলটি এ সময় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর দ্রুত চালু করতে মন্ত্রীর দৃষ্টি কামনা করেন। মন্ত্রী ও জেলা পরিষদের সভাপতি প্রতিনিধি দলটিকে জানান, তারা এ লক্ষ্যে কাজ করছেন। অচিরেই কেন্দ্রীয় সরকারের নিকট প্রয়োজনীয় ফাইল পাঠানো হবে।
জীবননগর স্থলবন্দর দ্রুত চালুর প্রতিনিধি দলটিকে সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন শুকুর, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকতিয়ার উদ্দিন, যুবলীগ নেতা এসএ শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবার রহমান, ব্যবসায়ী জহিরুল ইসলাম, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, ফয়সাল ইকবাল ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম রুপ মিয়া সহযোগিতা করেন।