তিন বিদেশীর দুর্দান্ত নৈপুণ্যে রাজশাহীকে উড়িয়ে দিলো ঢাকা

স্টাফ রিপোর্টার: ব্যাটিঙের শুরুতে ঝড় তুলেছিলেন এভিন লুইস। শেষদিকে রাজশাহী কিংসের বিপক্ষে টর্নেডো ইনিংস খেললেন কিয়েরন পোলার্ড। গতকাল শনিবার মিরপুরে দুই ক্যারিবীয় ব্যাটসম্যানের ঝড়ো ফিফটিতে এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো দুইশ ছাড়ানো স্কোর গড়ে করে ঢাকা ডায়নামাইটস (২০১/৭)। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আবু হায়দার রনি ও শহীদ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৩ রানে অলআউট হয় ড্যারেন স্যামির রাজশাহী। ৬৮ রানের বড় জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল। ছয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ঢাকা। অন্যদিকে ছয় ম্যাচে রাজশাহীর পয়েন্ট চার। বিপিএলে এবার উদ্বোধনী ম্যাচে হারের পর টানা পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে ঢাকা। এরমধ্যে চারটিতে জয় এবং একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। রাজশাহীর বিপক্ষে তাদের ৬৮ রানের জয়টা এবারের আসরে রানের হিসেবে সবচেয়ে বড় জয়। এরআগে খুলনা টাইটানসের বিপক্ষে ঢাকা করেছিলো ২০২/৭, এবার রাজশাহীর বিপক্ষে তারা করলো ২০১/৭। টস হেরে ব্যাট করতে নেমে এভিন লুইস ও আফ্রিদি মাত্র চার ওভারে ৫৩ রান তুলে ফেলেন। মেহেদী হাসান মিরাজের ফুল লেন্থের একটি বলে সরাসরি বোল্ড হন আফ্রিদি। আট বলে তিন চারে ১৫ রান করেন তিনি। তিনে নেমে জহুরুল ইসলামও চার ও ছয় দিয়ে শুরু করেছিলেন। কিন্তু তিনিও ছয় বলে ১৩ করে মিরাজের শিকার হন। এক পাশে আক্রমণাত্বক ব্যাটিংই করতে থাকেন লুইস। ৩৮ বলে ১০ চার ও এক ছয়ে ৩৮ বলে ৬৪ রান করা লুইসকে ফেরান হোসেন আলী। ১০.১ ওভারে ৯৯ রানে চার উইকেট হারায় ঢাকা। পরের ৯.৫ ওভারে তারা আরও ১০২ রান তুলেছে। এরমধ্যে পোলর্ডের রানই ছিল ২৫ বলে ৫২*। তার ইনিংসে রয়েছে পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কা। রাজশাহীর সেরা বোলার হোসেনের একটি বল গ্যালারিতে পাঠিয়ে টি-২০ ক্রিকেটে স্বদেশী ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। এদিন ঢাকার একাদশে সুযোগ পাওয়া কুমার সাঙ্গাকারাও ২২ বলে ২৮ করে হোসেনের বলে আউট হন। ১৯ বছর বয়সী হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর কেউই বড় স্কোর করতে পারেননি। পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে শুরুটা করেছিলেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। এরপর তৃতীয় উইকেটে মুমিনুল হক ও জাকির হাসান কিছুটা আশা দেখাচ্ছিলেন রাজশাহীকে। এই জুটি ভাঙে ৪৯ রানে। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে রাজশাহীকে জেতানো জাকির হাসান এদিনও দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ২৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩৬ করে আফ্রিদির বলে আউট হন তিনি। জাকির ছাড়া রাজশাহীর আর কেউই জ্বলে উঠতে পারেননি। ১৮.২ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয় তারা। আফ্রিদি ২৬ রান দিয়ে নেন চার উইকেট। আবু হায়দার ১১ রানে নেন তিন উইকেট।