জেএমবি সদস্য বশির র‌্যাবের হাতে আটক : চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি জেএমবি সদস্য বশির ওরফে রাসেলকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে বশিরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। গ্রেফতারকৃত বশির ওরফে রাসেল (৩১) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এমএম ফিলিং স্টেশনের সামনে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দুই সদস্যকে জিহাদি বই, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। তারা জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায়। একই দিন র‌্যাবের এসআই এ রকিব মাহমুদ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি বশির ওরফে রাসেল দীর্ঘদিন পলাতক ছিল। র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বশিরের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। শনিবার বিকেলে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানায়।