বার্সার জয়ের দিনে রিয়ালের ড্র

মাথাভাঙ্গা মনিটর: স্প্যানিশ লা লিগায় সুয়ারেজের জোড়া গোলে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে এই ড্রয়ের কারণে বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়লেন জিনেদিন জিদানের  শিষ্যরা। এবারের লিগে রিয়ালের এটি তৃতীয় ড্র। লেগানেসের মাঠে খেলার ২৮তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। বাম পায়ের দারুণ এক শটে লেগানেসের জাল কাঁপান উরুগুইয়ান এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে এসে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ডান পায়ের দুর্দান্ত এক শটে তিনি বল জড়ান লেগানেসের জালে। আর ৯০ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

এদিকে অ্যাটলেটিকোর মাঠে পয়েন্ট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান একের বেশি কমাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের অধিকাংশ সময়ই বল দখলে রেখেছিলেন জিনেদিন জিদানের শিষ্যরা। তবে অ্যাটলেটিকোর জালে বল জড়াতে পারেননি রোনাল্ডো-টনি ক্রুসরা। ১২ ম্যাচ শেষে দুদলের পয়েন্টই সমান ২৪। অন্যদিকে বার্সেলোনা ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া রয়েছে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।