চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের মোহামেডান স্পোর্টিং ক্লাবের হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন সংলগ্ন সাঁতার প্রশিক্ষন কেন্দ্রটি বিভাগীয় কমিশনার ঘুরে ঘুরে দেখেন এবং এ প্রতিষ্ঠানের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শারীরিক কৌশল শেখার প্রতিষ্ঠান বাংলাদেশের অনেক জেলাতেই নেই। এ জেলাবাসীর সকল অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, সাঁতার শুধু একটি প্রতিযোগিতার ইভেন্টই নয়, এটি জীবন রক্ষা থেকে শুরু করে চাকরি জীবনেও এর প্রয়োজনীয়তা বাড়ছে। সাঁতার প্রশিক্ষন কেন্দ্রটি পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠানের পরিচালক (সেক্রেটারি) সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারী, সহকারী কমিশনার সুচিত্র দাশ, প্রতিষ্ঠানের কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, প্রতিষ্ঠানের নির্বাহী পরিষদ সদস্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মজিবুল হক মালিক মজু প্রমুখ।